আজকের সংবাদ ডেস্কঃ লক্ষ্মীপূজায় বন্ধুদের নিয়ে অতিরিক্ত মদ্যপানে গোবিন্দ বিশ্বাস (৩৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভার হরিষপুর গৌরবর্দী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গোবিন্দ বিশ্বাস সোনারগাঁ পৌরসভার হরিষপুর গৌরবর্দী গ্রামের মৃত ধনরঞ্জন বিশ্বাসের ছেলে।
নিহত গোবিন্দ বিশ্বাসের বোন পুষ্পা রানী বিশ্বাস ও এলাকাবাসী সুত্রে জানা যায়, তার ভাই লক্ষ্মীপূজায় বন্ধুদের নিয়ে আনন্দ-উল্লাসে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়ে।এসময় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে গোবিন্দের মৃত্যু হয়। নিহত যুবক পেশায় একজন নরসুন্দর ছিলেন। তিনি বাংলাবাজার এলাকায় দোকান ভাড়া নিয়ে কাজ করতেন।
এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন