কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরের নেতৃত্বে ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
আজকের সংবাদ ডেস্কঃ- কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাচঁপুর বাস স্টান্ড এলাকায় প্রখর রোদ্রের মধ্যে প্রায় ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় যানচলাচল স্বাভাবিক ও যাত্রী সাধারণের চলাচলে ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকার সোনালী মসজিদ মার্কেটের আশপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগ গুলো উচ্ছেদ করা হয় । এসময় কাঁচপুর হাইওয়ে পুলিশের টিআই মেহেদী হাসানসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানের বিষয়ে জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন,যানচলাচল স্বাভাবিক রাখতেই এই আভিযান পরিচালনা করা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পর যেন পুনরায় দোকানপাট বসতে না পারে সেজন্য কাঁচপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন,মহাসড়কে প্রতিবন্ধকতা মোকাবেলায় অভিযান অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন