আজকের সংবাদ ডেক্সঃ আগামী ৭ই অক্টোবর সোনারগাঁ উপজেলা পরিষদের উপনির্বাচন ঘোষনা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার(২রা সেপ্টেম্বর)বিকেলে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষনা করেন।
তফসিলে ঘোষনা করা হয় আগামী ১৩ সেপ্টেম্বর মনোয়নের শেষ তারিখ,মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ সেপ্টেম্বর,মনোনয়নপত্র বিষয়ে কোন আপত্তি থাকলে তা আপিলের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, আপিল নিস্পত্তির শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, প্রতিক বরাদ্ধ ২০ সেপ্টেম্বর ও নির্বাচনের তারিখ ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
উল্লেখ্য গত ২০শে জুলাই রাজধানীর একটি হাসপাতালে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যু হলে আসনটি শুন্য ঘোষনা করেন নির্বাচন কমিশনার। এর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন