সোনারগাঁওয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

সোনারগাঁওয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত




নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ- নারায়নগঞ্জ সোনারগাঁও উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁও উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। 


মাসিক সভায় শুরুতেই পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা পরে মাদক,জলাবদ্ধতা, যানজট নিরসন, কিশোর গ্যাং এর ভয়াবহতা সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়। 


এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন,সোনারগাঁয়ে বর্তমানে ক্রাইম নেই বললেই চলে। প্রসাশন এখন নয় অতীতেও জাতির পাশে দাড়িয়েছে। পূজা যাতে উৎসব মূখর করতে পারে। প্রতিটি মন্ডপে পুলিশ অফিসারদের দায়িত্বভাগ করে দেওয়া হবে। পুলিশের সংখ্যা অপ্রতুল তাই সকলকে এগিয়ে এসে পুলিশকে সহযোগিতার আহবান জানান। তিনি বলেন,সমাজে মাদক ও কিশোর গ্যাং এর ভয়াবহতা যেভাবে বেড়ে চলেছে তা রোধ করতে হলে সবার আগে পিতা মাতাকে এগিয়ে আসতে হবে। সন্তান কোথায় যায় কি করে সেদিকে খেয়াল রাখতে হবে। সন্ধার পর কোন সন্তান যেন ঘরের বাহিরে বের না হতে পারে সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। 


এসময় উপস্হিত ছিলেন,উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহা, সোনারগাঁও উপজেলার ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।


এছারও আরও উপস্থিতি ছিলেন,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুসহ প্রশাসন ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭