সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের শাখা কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করায় সোহাগ রনির শুভেচ্ছা
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ জেলা শাখার অন্তর্গত সোনারগাঁ উপজেলা শাখা কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে সোনারগাঁ ছাত্রলীগের উপজেলা শাখা কমিটি পূর্ণবহাল করায় সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মোঃ সোহাগ রনি সোনারগাঁ ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদকে শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার(১৬জুলাই) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের টিপর্দী এলাকায় অবস্থিত সোহাগ রনির নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মোঃ সোহাগ রনি উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদকে নৌকা উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য,গত সোমবার(১২ জুলাই)ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সোনারগাঁ উপজেলা শাখা কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারের তথ্য জানানো হয়।
এর আগে গত ২০ মে ২০২১ তারিখ আনীত অভিযোগের প্রেক্ষিতে সোনারগাঁ উপজেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন