রূপগঞ্জ তারাব ও বরপাতে চাল বিতরণ
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-রূপগঞ্জের তারাব পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে প্রাকৃতিক দুর্যোগে (করোনাভাইরাস) ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ অসহায় পরিবারে মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার ( ১৭ জুলাই) সকালে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী । এসময় উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেন, সংরক্ষিত কাউন্সিলর মাহফুজা বেগম, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন। এসময় মেয়র হাছিনা গাজী বলেন, করোনা দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার অসহায় মানুষের পাশে রয়েছে। কোনো মানুষ অনাহারে নেই। এ চাল প্রধানমন্ত্রীর ঈদ উপহার। অনেকেই প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে।
এছাড়া ৬ নং ওয়ার্ডে (বরপা) ভিজিএফ কার্ডের চাল বিতরণ করেন কাউন্সিলর মাহাবুবুর রহমান জাকারিয়া, মামুন ভূঁইয়া, এনামুল ভূঁইয়া, রাসেল ভূঁইয়া ৯ নং ওয়ার্ডে আতিকুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর, জোসনা বেগম, লায়লা পারভীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন