স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে জানতে চাওয়ায় সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব থেকে সাংবাদিক সামির সরকারকে বহিষ্কার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ৪ জুন, ২০২১

স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে জানতে চাওয়ায় সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব থেকে সাংবাদিক সামির সরকারকে বহিষ্কার


স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে জানতে চাওয়ায় সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব থেকে সাংবাদিক সামির সরকারকে বহিষ্কার


আজকের সংবাদ ডেক্সঃ স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে জানতে চাওয়ায় সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব থেকে সাংবাদিক সামির সরকারকে বহিষ্কার


বৃহস্পতিবার (৩ জুন) রাতে সাংবাদিক সামির সরকার সবুজ বলেন, গণমাধ্যমকে বলা হয় জাতির আয়না, বা জাতির বিবেক, একটা দেশের প্রতিছবি হচ্ছে সে দেশের গণমাধ্যম, আর সে গণমাধ্যমের সামান্য ক্ষুদ্র কর্মী হয়ে অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ দিন যাবত সত্য ও বলিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছি এবং সংবাদ সংগ্রহের জন্য সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে ঘুড়ে বেড়িয়েছি, সোনারগাঁও জার্নালিস্ট ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হওয়া সত্বেও ক্লাবের দৈনন্দিন কাজের ব্যাপারে জানতে চাইলে এবং বিগত সময়ে ক্লাবের দুইটি প্রোগ্রাম করা হয়, উক্ত দুইটি প্রোগ্রামের সার্বিক আয়-ব্যয়ের বিষয়ে জানতে চাওয়া হলে,ব্যক্তি বিশেষের ইশারায় সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব থেকে আমাকে কিছু না বলে বহিষ্কার করা হয়। 


তিনি বলেন, যেহেতু ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে সংবাদ সংগ্রহের জন্য, সারাক্ষণ ক্লাব খোলা থাকবে তা না করে হাতে গণা দুইয়েকজন ছাড়া ক্লাব খোলা হয় না যা কিনা অত্যন্ত দুঃখজনক এবং দলীয় ক্লাবে পরিণত হয়, যার যার নিয়মে সে সে চলে কোন গাইড লাইন নাই, একাধিক বার তাগিদ দেওয়ার পরও করা হয় নাই গঠনতন্ত্র।  এসমস্ত ঘটনাকে কেন্দ্র করে  সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ  ও সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপনের সাথে মনমালিন্য হয়, যেখানে ক্লাবের জবাবদিহিতা স্বচ্ছতার বিষয়ে জানতে চাইলে ও বিগত সময়ে ক্লাবের প্রতিষ্ঠিতা উপলক্ষে ক্লাবের আয় ব্যায়ের হিসাব চাওয়াতে, ক্ষিপ্ত হয়ে আমাকে কোন নোটিশ বা আলোচনা ছাড়া,আজ  ৩রা জুন বিকেলে হঠাৎ কয়েকটা অনলাইন প্রোর্টালে নিউজ  করা হয়,যে সোনারগাঁ জার্নালিস্ট ক্লাব থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। এর আগেও আরেক সাংবাদিক মাজহারুল ইসলাম রাসেলকে কোন নোটিশ ছাড়া বহিষ্কার করা হয়।


সামির সরকার আরো বলেন, আমার ক্লাবের সভাপতি শেখ এনামুল হক সাংবাদিকতায় আমারও অনেক জুনিয়র কয়েকটি অখ্যাত পত্রিকা ছাড়া তার কিছুই নেই, এই অখ্যাত পত্রিকা নিয়েই মাঠ চষে বেড়িয়ে বিভিন্ন জায়গা থেকে অনুদান এনে কোনরকম হিসাব ছাড়াই চলতে থাকে, তার হিসাব চাওয়াতেই এই বহিষ্কার যা সম্পূর্ণ সংগঠনবিরোধী, যেখানে উনি নিজেই একজন রাজনীতিবিদ সোনারগাঁ উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আর তার সাথে সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপন তিনি নিজেও ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক এখানে কি আশা করা যায় সাংবাদিকতার?এটা সম্পূর্ণ দলীয় একটি রাজনৈতিক অঙ্গ সংগঠনেরর ক্লাবে পরিণিত করেছে। 

তিনি বলেন,গণমাধ্যমকে বলা হয় জাতির আয়না, বা জাতির বিবেক, একটা দেশের প্রতিছবি হচ্ছে সে দেশের গণমাধ্যম, আর সে গণমাধ্যমের সামান্য ক্ষুদ্র কর্মী হয়ে অত্যন্ত সুনামের সাথে ভবিষ্যতেও সত্য ও বলিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাবো ইনশাআল্লাহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭