জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি খোকার শ্রদ্ধা নিবেদন
আজকের সংবাদ ডেক্সঃ জাতীয়পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা জাতীয়পার্টির নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার(২৬ মার্চ)সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি এই শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা জাতীয়পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব,সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,পৌর জাতীয পার্টির সভাপতি এমএ জামান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন