সোনারগাঁয়ে নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋন বিতরন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ শাখার আয়োজনে নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋনের কার্যক্রমের ঋন বিতরন করা হয়েছে।
রোববার(৮নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ক্ষুদ্র ঋনের চেক বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ শাখার চেয়ারম্যান, আসন্ন পৌরসভার মেয়র প্রার্থী ও স্থানীয় সাংসদের সহধর্মীনি ডালিয়া লিয়াকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর জায়েদা আক্তার মনি, মানবাধিকার নেত্রী জাহানারা আক্তার, সাবেক ইউপি সদস্য রুনা আক্তার প্রমূখ।
এসময় উপজেলার ১১১ জন নারীকে ১৫ হাজার টাকা করে মোট-১৬ লাখ ৬৫ হাজার টাকা চেকের মাধ্যমে বিতরন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন