নারায়নগঞ্জ বন্দর উপজেলার মদনপুর হইতে মদনগঞ্জ রাস্তা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন
বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় গত শনিবার সকাল ১০ ঘটিকায় বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের অন্তভুক্ত মদনপুর হইতে মদনগঞ্জ রাস্তা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,থানার অফিসার ইনচার্জ মোঃফখরুদ্দিন ভুইয়া।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের অন্তভুক্ত মদনপুর হইতে মদনগঞ্জ রাস্তা পরিস্কার পরিচ্ছন্ন এই অভিযান, এই তালতলা রাস্তাটিতে নিরিবিলি থাকাতে, ডাকাত দল অস্ত্র দরে জিম্মি করে প্রায় সময় ছিনতাই রাহজানি ডাকাতি করে পালিয়ে যায়,এজন্য সবাই কে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বিভিন্ন কোম্পানীর গাড়ি গুলো একটি নির্দিষ্ট সময়ে চলার জন্য আহ্বায়ন জানান, ব্যবসায়িদের উদ্দেশ্যে বলেন ভারি যানবাহন লোড আনলোড করার জন্য একটা নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সকল ইউপি সদস্য, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, মালিক সমিতি ব্যবসায়িরা ও এলাকার সাধারন জনগন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন