এসিল্যান্ড আল মামুনের অভিযানে যানজট কমাতে রাস্তার পাশ দখলমুক্ত করে সিএনজি ষ্টান্ড প্রতিস্থাপন
মোঃনুর নবী জনিঃঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে গত বৃহস্পতিবারের ন্যায় শুক্রবারও তিন ঘন্টাব্যাপী সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও সিএনজি ষ্টান্ড প্রতিস্থাপন করা হয়েছে।
সাপ্তাহিক ছুটি হওয়া শর্তেও শুক্রবার(২৭নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলা অভিযানে সোনারগাঁ পৌরসভা ও মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তার দুপাশের প্রায় ৫ শত অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান শেষে সিএনজি ষ্টান্ড প্রতিস্থাপন করা হয়
সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, সোনারগাঁয়ের এই অংশে রাস্তার দুপাশের যানজট দূর করতে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা সরিয়ে ফুটপাত গুলো দখল মুক্তে করে জনসাধারণের চলাচলের উপোযুগী করতে কাজ করছি। গতকালও অভিযান পরিচালনা করেছি এবং রাস্তার দুপাশে সিএনজি অটোরিকশার জন্য ষ্টান্ড তৈরি করে দিয়েছি।এসময় তিনি আরও বলেন,সড়কে কেহ চাঁদাবাজি করতে পারবেন না,যদি কেহ চাঁদাবাজি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। উপজেলার পক্ষ হতে কয়েকজন লাইনম্যান দেয়া হবে এতে করে পুরো রাস্তা যানজট মুক্ত হবে ইনশাআল্লাহ। পরবর্তী ১ মাস এই এলাকা ফুটপাত মুক্ত করতে আরও জোর মনিটরিং করা হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত সিএনজি ও অটোচালকসহ এলাকাবাসী সহকারী কমিশনার (ভূমি) আল মামুনকে বাহবা জানান।হকার উচ্ছেদ করায় চৌরাস্তা হতে অতি সহজেই কম সময়ে গন্তব্য পৌঁছাতে পারবে সাধারণ যাত্রীরা।
অভিযান পরিচালনায় সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) রাকিবসহ অন্যান্য পুলিশ সদস্য ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Post Top Ad
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
Home
অপরাধ
জাতীয়
সোনারগাঁও
এসিল্যান্ড আল মামুনের অভিযানে যানজট কমাতে রাস্তার পাশ দখলমুক্ত করে সিএনজি ষ্টান্ড প্রতিস্থাপন
এসিল্যান্ড আল মামুনের অভিযানে যানজট কমাতে রাস্তার পাশ দখলমুক্ত করে সিএনজি ষ্টান্ড প্রতিস্থাপন
Tags
# অপরাধ
# জাতীয়
# সোনারগাঁও
Share This
সতর্কীকরণ বার্তা
সোনারগাঁও
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Bottom Ad
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭
সতর্কীকরন বার্তা
© আজকের সংবাদ । সর্বসত্ব সংরক্ষিত। আজকের সংবাদ এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।
নিউজ সম্পৃক্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন