সোনারগাঁয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে সোনারগাঁয়ের ২৫ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(২৯অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আনোয়ার হোসেন।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদ্য সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনীর সার্বিক সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার-১ অ্যাডভোকেট নুরুল হুদা, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার-২ মোহাম্মদ আলী, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদ্য সাবেক কমান্ডার সোহেল রানা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম ও ফারুক ভূঁইয়া।
আরও উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদ্য সাবেক সহকারী কমান্ডার মহিউদ্দিন মাহী, দেওয়ান উদ্দিন চুন্নু, জাহিদ হোসেন ও মফিজুল ইসলাম খাঁন সহ উপজেলার সকল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ।
এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক বিল্লাল প্রধান, সদস্য সচিব মাহফুজুর রহমান, আলেয়া বেগম, শিপন, উর্মী ও জোসনা সহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন