গাইড ওয়াল ভেঙ্গে ১০গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন, ঠিকাদারের গাফিলতি দায়ী বলছে এলাকাবাসী - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

গাইড ওয়াল ভেঙ্গে ১০গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন, ঠিকাদারের গাফিলতি দায়ী বলছে এলাকাবাসী


সোনারগাঁয়ে ঠিকাদারের গাফিলতিতে গাইড ওয়াল ভেঙ্গে ১০ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাটিবন্দর ব্রীজের দুপাশের সড়ক ঠিকাদারের গাফিলতির কারনে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরফলে ভাটিবন্দর ও উদ্ভবগঞ্জ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ঠিকাদারের গাফলতিকে দায়ী করেছেন এলাকাবাসী।





এলাকাবাসী জানায়,বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় দশ গ্রামের লোকজন নদী পারাপার হতো খুব কষ্ট করে। কষ্ট লাঘবের জন্য নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)  আসনের সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের অক্লান্ত পরিশ্রমে এ ব্রীজটি নির্মিত হয়।





ঠিকাদার সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর গাফিলতির জন্য এ্যাপোচ সড়কটি কোন রকম নামে মাত্র গাইড ওয়াল দিয়ে নির্মাণ করে সড়কটি। ভারি বর্ষণের ফলে সড়কের বালু ও ইট সরে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ করেন, ঠিকাদার রফিকুল ইসলাম নান্নু যে কাজই করুক না কেন তার কাজের মান নিম্নমানের  হয়ে থাকে। যুবলীগের পদ ব্যবহার করে তিনি  এসব অপকর্ম করেন।





এ বিষয়ে ঠিকাদার রফিকুল ইসলাম নান্নুর সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।





এ বিষয়ে সোনারগাঁ উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন,ঘটনাস্থল পরিদর্শন করে ঠিকাদারের গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭