সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ২০৫, মৃত- ৮ এবং সুস্থ -৮৩জন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ১ জুন, ২০২০

সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ২০৫, মৃত- ৮ এবং সুস্থ -৮৩জন


সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ২০৫, মৃত- ৮ এবং সুস্থ -৮৩জন





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে, আজও ১০ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।





রোববার দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার সাহা এ বিষয়টি নিশ্চিত করেন।





পলাশ কুমার সাহা জানান, ৫৩ জনের নমুনা পরিক্ষা শেষে আজ রোববার ১০ জনের করোনা রির্পোট পজেটিভ আসে এর মধ্যে ৯জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১জন প্রাপ্তবয়স্ক মহিলা।





করোনায় আক্রান্তের ১০জনের পজেটিভের মধ্যে





মোগরাপাড়া ইউনিয়নের মোট-৩ জন,এর মধ্যে
বাড়িমজলিশ-১জন পুরুষ ও বাড়ীচিনিস ১ জন মহিলা, মোগরাপাড়া-১জন পুরুষ।
পৌরসভা এলাকার দত্তপাড়া-১ জন পুরুষ।
পিরোজপুর ইউনিয়নে মোট-৫ জন এর মধ্যে বসুন্ধরা গ্রুপ -৪ জন পুরুষ ও আষাড়িয়ারচর-১জন পুরুষ।
সন্মানদী ইউনিয়নে দরিকান্দি -১জন পুরুষ।





সোনারগাঁয়ে রোববার পর্যন্ত ১০জনসহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ২০৫জন। এরমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ৮ জন এবং সুস্থ হয়েছেন -৮৩জন।





এদিকে সাংবাদিকরা ও সেচ্ছাসেবীরা করোনায় আক্রান্ত যারা হয়েছেন তাদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন,তাদের বাড়ীতে বাড়ীতে এমপি খোকার সেচ্ছাসেবীরা নিয়মিত খাদ্য উপহার সামগ্রীর পৌঁছে দিচ্ছেন।





উল্লেখ্য প্রথম থেকেই এই সেচ্ছাসেবী সাংবাদিক ও সেচ্ছাসেবীরাই করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের ও করোনা আক্রান্তের সন্দেহ হয়ে যারা মারা গেছেন তাদেরও দাফন সম্পর্ন করেছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭