সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ৬ মে, ২০২০

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা


সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা





নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন দোকানিকে ২লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।





মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন এ আদালত পরিচালনা করেন।





অভিযানে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজারের বিভিন্ন ফলের ও জিলেপির দোকানিকে ওজনে কম ও লক ডাউন ভেঙ্গে দোকান খোলা রাখার এবং স্যাভলনসহ চিকিৎসা পণ্য মজুদ করে তা বেশি দামে বিক্রয় করার অপরাধে কয়েকটি দোকানদারকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।





উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান,উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা বাজারে খোলা স্থানে জিলাপি বিক্রয় করায় একজনকে ২০০০/-বিভিন্ন ফলের দোকানে ওজনে কারচুপি করায় ৪ জনকে ৪০০০/-সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৮ জনকে ২৯,০০০/- এবং স্যাভলনসহ চিকিৎসা পণ্য মজুদ করে তা বেশি দামে বিক্রয় করার অপরাধে ২ জনকে ২,০০,০০০/- টাকা দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারায় এবং ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯,৪১, ৪৬ এবং ৪৭ ধারায় সর্ব মোট ২,৩৫,০০০/- (দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা করা হয়। এ সময় নিষিদ্ধ পন্য জব্দ করা হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭