সোনারগাঁয়ে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার।
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ক্রসফায়ারে নিহত গিট্টু হৃদয়য়ের দুই সহযোগী হাবিব ও লিটন নামে দুই মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশের চৌকস অফিসার এস আই আপন কুমার মজুমদার।
এসময় চিহ্নিত মাদক কারবারিদের কাছ থেকে ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এস আই আপন কুমার মজুমদার জানান,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির স্যার এর নেতৃত্বে সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করি সোমবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার মোগড়াপারা ইউনিয়নের কাইকারটেক এলাকায় হতে সঙ্গীয় ফোর্সদের সহায়তা ৪২ বোতল ফেন্সিডিলসহ হাবিব ও লিটন নামে দুই মাদক ব্যাবসায়ি কে আটক করি।
গ্রেফতাকৃত হাবিব বাড়ী মজলিশ গ্রামের আব্দুল মান্নাফের ছেলে ও মোঃ লিটন ঝিনাইদহ জেলার মহেশপুর মোহাম্মদপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। সে বাড়ী মজলিশ গ্রামের জামালের বাড়ীর ভাড়াটিয়া।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এব্যপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন