প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে --এমপি খোকা
আজকের সংবাদ ডেক্সঃ"প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে"প্রধান ও সহকারী শিক্ষকদের সমন্বয়ে মত বিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
বৃহস্পতিবার নারায়ণগন্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এ মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
উপজেলা নির্বাহী অফিসার অন্জন কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, মোহাম্মদ আলী মন্টু,উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস ইউআরসি ইন্সট্রাক্টর নাসরিন জাহান পপি, বিশিষ্ট শিক্ষানুরাগী আবু নাঈম ইকবাল,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
এসময় প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা তার বক্তব্যে বলেন,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এখন অনেক এগিয়ে আছে। তার ধারাবাহিকতায় আমি আমার সোনারগাঁয়ের সকল বিদ্যালয়ের খোঁজ খবর নিয়ে অবকাঠামো উন্নয়ন সহ আপনাদের সকল শিক্ষকদের সহযোগীতায় পড়া লেখার গুনগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। সামনের দিনগুলোতে ও এ ধারা অব্যাহত রাখবো।
মতবিনিময় শেষে বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক সন্ধায় বিভিন্ন গানের সূরে সূরে আনন্দে মেতে উঠে পুরো অনুষ্ঠান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন