সোনারগাঁ বাসীকে ইন্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের শারদীয় শুভেচ্ছা
আজকের সংবাদ ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনারগাঁ বাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান ইন্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
শুক্রবার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজা নিয়ে আসুক আনন্দ। ধনী, গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, সোনারগাঁয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করেন। প্রতিটি উৎসবই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য আনন্দঘন পরিবেশে পালিত হয়। আমাদের সকলের সাথে এই বন্ধন থাকুক এটাই কামনা।’
দেবী দুর্গার আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন