উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৯সেপ্টেম্বর)দূপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা মাহমুদা আক্তার ফেন্সি ।
আইনশৃঙ্খলা সভায় জঙ্গিবাদ, সন্ত্রাস, ছিনতাই, বাল্যবিবাহ-ইভটিজিং, মাদক বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, মোগরাপাড়া চৌরাস্তাকে যানজট মুক্ত করাসহ উপজেলা বাসীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ক্ষতিকর দিক নিয়ে জনসচেতনতা সৃষ্টির সিদ্ধান্তে আলোচনা হয় ।
আইনশৃঙ্খলা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা সুলতানা হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সাইফুল ইসলাম প্রধান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস,নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সোনারগাঁ এর ডিজিএম প্রকৌশলী মোহাম্মদ জোনাব আলী, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার আব্দুর রউফ,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক,সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু,ইউ ডি এফ শাহানারা আচঁল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নাজমা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এন এম ইয়াছিনুল হাবীবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন