অবুঝ দুই শিশুর সামনে ব্যবসায়ী রাসেলকে কুপিয়ে হত্যা চেষ্টাকারী সন্ত্রাসী আরাফাত গ্রেফতার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

অবুঝ দুই শিশুর সামনে ব্যবসায়ী রাসেলকে কুপিয়ে হত্যা চেষ্টাকারী সন্ত্রাসী আরাফাত গ্রেফতার


অবুঝ দুই শিশুর সামনে ব্যবসায়ী রাসেলকে কুপিয়ে হত্যা চেষ্টাকারী সন্ত্রাসী আরাফাত গ্রেফতার





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ের আলোচিত ঘটনা অবুঝ দুই শিশুর সামনে ব্যবসায়ী রাসেলকে কুপিয়ে হত্যা চেষ্টাকারী সোনারগাঁয়ের নতুন আতঙ্ক অস্ত্রবাজ দূর্ধর্ষ সন্ত্রাসী আরাফাতকে (২২) গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।





গত বুধবার (১৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্স  নিয়ে অভিযান চালিয়ে মোগরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে,কিছুদিন আগে বরগুনার রিফাত শরীফ হত্যাকান্ডের পরপরই সোনারগাঁয়ে চাঁদার দাবিতে ব্যবসায়ী রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা চালায় সন্ত্রাসী গিট্টু হৃদয় বাহিনীর বিশাল,রাসেল ও আরাফাত সহ অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসী।





এ ঘটনায় মামলা হলে গত বুধবার আসামী আরাফাতকে গ্রেফতার করে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।





সোনারগাঁ থানার পুলিশের সেকেন্ড অফিসার এসআই মোঃমাসুদ রানা জানান, সোনারগাঁয়ের আলোচিত অস্ত্রবাজ দূর্ধর্ষ সন্ত্রাসী আরাফাত উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ গ্রামের আফজালের ছেলে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।





এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ত্রাসী আরাফাত সে নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।





এদিকে সন্ত্রাসীর হামলার শিকার ব্যবসায়ী রাসেলের বাবা পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়া জানান, সোনারগাঁয়ের আলোচিত অস্ত্রবাজ দূর্ধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকের ডিলার গিট্রু হৃদয় বাহিনীর অন্যতম সদস্য সন্ত্রাসী আরাফাত,বিশাল,কমল হক ও হৃদয় সহ অজ্ঞাত সন্ত্রাসীরা চাঁদার দাবীতে মোগড়াপাড়া চৌরাস্তায় অবস্থিত বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকার নিজস্ব মার্কেটের ৩য় তলায় এনএফসি রেস্টুরেন্টে অবুঝ দুই শিশুর সামনে আমার ছেলে রাসেলকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। তারা একের পর এক সাধারণ মানুষের উপর ধারালো অস্ত্রদিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। দূর্ধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ আরাফাতের সেল্টারদাতাদের বিরুদ্ধে র‌্যাব, গোয়েন্দা পুলিশের গোপন নজরদারীর মাধ্যমে এসব সন্ত্রাসীদের ক্রসফায়ার দিয়ে সোনারগাঁ বাসীকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষায়     আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী রাসেল সহ শান্তিপ্রিয় এলাকাবাসী ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭