সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেকারী ও মাংসের দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।অভিযানকালে খাদ্য সামগ্রী তৈরি ও বিক্রির এ সকল প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পেয়ে ১টি প্রতিষ্ঠানকে ২০ হাজার ও ১টি মাংসের দোকানী কে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরী করার অপরাধে সোনারগাঁ ব্রেড এন্ড বিস্কুট বেকারীর মালিককে ২০ হাজার টাকা ও মোগরাপাড়া চৌরাস্তা বাজারের মাংসের দোকানদারকে মাংসের ভিতর রং মেশানোর অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হোসেইন।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হোসেইন সাংবাদিকদের বলেন, অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। যাতে করে ভোক্তাদের ভেজাল খাদ্য পরিবেশন করতে না পারে সে ব্যাপারে আমরা কঠোর ভাবে মনিটরিং করবো।
সোনারগাঁ বাসী ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে সাধুবাদ জানিয়ে আগামীতে অভিযান যেনো অব্যাহত থাকে সে ব্যাপারে নজর রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন