আড়াইহাজার দুপ্তারায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপি'র জনসভা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ৩ মে, ২০২৫

আড়াইহাজার দুপ্তারায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপি'র জনসভা


মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ আড়াইহাজারে দুপ্তারা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। 

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়নগঞ্জ-২ ( আড়াই হাজার) আসনের এমপি পদপ্রার্থী নজরুল ইসলাম আজাদ।

এসময় প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ তার বক্তব্যে বলেন, সকল প্রকার ধান্দাবাজি থেকে বিরত থাকুন। আর অনুপ্রবেশকারীদেরকে সুযোগ দেওয়া যাবে না।

আপনারা বিভিন্ন আত্মীয়-স্বজন মনে করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে শেল্টার দিচ্ছেন। আজকে থেকে আমি বলে দিতে চাই আপনারা সবাই সাবধান হয়ে যান। আওয়ামী লীগ জিরো টলারেন্স। আড়াইহাজারে কোন আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া যাবে না।

তিনি বলেন, আত্মীয়-স্বজন বলে মাফ করে দিলাম তা হবে না। আপনার আত্মীয় আজকে সুন্দর কথা বলছেন, আর গত কয়েকদিন আগেও তো আপনার আত্মীয় আমাদেরকে চিনে নাই। আপনাকে তো ভালোমতো চিনে নাই। এইসব অনুপ্রবেশকারীদেরকে নিয়ে আত্মীয়তার ব্যাখ্যা বাদ দেন। যে যেই ব্যাখ্যা বাদ দিবেন না তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার বাইরে যদি কেউ জান তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিকভাবে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমি শেষবারের মতন বলে গেলাম এরপরে কিন্তু আর বলবো না।

সভায় ৩১ দফার দেশ ও জনগণের কল্যাণে আগামী বাংলাদেশ গঠনে দেশ ও জনগনের সুযোগ সুবিধা সমূহ তুলে ধরা হয়।

দুপ্তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন মেম্বার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন রতনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, আড়াই হাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব,আড়াই হাজার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন,খন্দকার জিয়াউল আলম বেদেন, থানা যুবদলের যুগ্ন আহবায়ক সাদেকুর রহমান সাদেক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম রফিক,  আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম,  সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, আড়াইহাজার থানা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন,যুবদল নেতা নাসির উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭