শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে-এহসান উদ্দিন সাগর - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে-এহসান উদ্দিন সাগর


বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
-মহান মে দিবস উপলক্ষে ঢাকা নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি কেন্দ্রীয় শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।

বন্দর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব এহসান উদ্দিন সাগর। 

এ সময় তিনি বলেন, "বন্ধ শিল্প চালু কর, নতুন শিল্প গড়ে তোল" বাংলাদেশ কে উন্নত দেশে পরিনত করো"। আজ মহান মে দিবস। খেটে খাওয়া মাঠে-ঘাটে, কলকারখানায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এই দিন বুকের তাজা রক্ত ঝরিয়ে ছিলেন শিকাগো শহরের শ্রমিকেরা। 

১৮৮৬ সালের এদিন শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন সকল শ্রমিক। সেই ডাকে শিকাগো শহরের তিন লাখেরও বেশি শ্রমিক কাজ বন্ধ রাখেন। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভসমুদ্রে। প্রায় দুই লাখ নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও বহু বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝাণ্ডা হাতে সমবেত হন সেখানে। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে অন্তত ১০ শ্রমিক প্রাণ হারান।

তখন হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। আজ সেই ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'র নির্দেশ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজ নয়াপল্টনে হাজির হয়েছি আমাদের দাবি শ্রমিক ঐক্য মালিকসহ সবাই একজোট হয়ে কাজ করতে চাই। বাংলাদেশকে জাতীয়তাবাদী শক্তি দিয়ে উন্নত বিশ্বের নাম লিখাতে চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭