আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের বদলি - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের বদলি


নিজস্ব প্রতিনিধিঃ-
-“এতো কম টাকায় কি ওসির মান সম্মান থাকে”এমন ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্ত কমিটি গঠন করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পূর্বেই এবার ওসির মান সম্মান রক্ষার্থে সেই ওসি এনায়েত হোসেনকে নারায়ণগঞ্জর আড়াইহাজার থানা থেকে বদলী করা হয়েছে।

জনস্বার্থে তাকে বদলী করা হয়েছে বলে বৃহষ্পতিবার (২৪ এপ্রিল) বিকেল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জর সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মোঃ মেহেদী ইসলাম।

তবে তার স্থলাভিষিক্ত হিসেবে আড়াইহাজার থানায় কাকে ওসি হিসেবে বদলী করা হয়েছে তা জানাননি মেহেদী ইসলাম।

উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনের জিডি করার জন্য অর্থ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে এক ব্যক্তি ওসিকে জিডি করতে আবেদনের সঙ্গে টাকা দেয়ার পর ওসিকে বলতে শোনা যায়, এতো কম টাকা দিলে কি ওসির মান সম্মান থাকে ?’

এই কথা বলে তিনি দরখাস্তসহ টাকাটি তার ড্রয়ারে রেখে দেন। ভিডিওতে দেখা যায় তার সামনের ২ চেয়ারে দুজন লোক বসা ছিলেন। দুজন লোকের সামনেই দরখাস্তের সাথে টাকাটি দেন তিনি।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে এটি কবের ভিডিও সেটি নিশ্চিত হওয়া যায়নি।

তবে জিডির টাকার অভিযোগ নিয়ে মুখ খুলে আড়াইহাজারের ওসি জানান ভিডিও বিকৃত করে প্রচার করা হয়েছে। 

এমন ভিডিও ভাইরাল হলে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার একটি তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পূর্বেই বদলী করা হয়েছে এনায়েত হোসেন কে। যা ব্যপক সমালোচনার ঝড় চলছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭