সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ


নিজস্ব প্রতিনিধিঃ
-পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বৈহাকৈর এলাকায় গত বৃহস্পতিবার রাতে মোঃ সাজিদ (২২) নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। 

এ ঘটনায় গত শুক্রবার বিকেলে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়ছে। আহতের অবস্থা আশঙ্কাজনক। 

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় , উপজেলার কাঁচপুর ইউনিয়নের বৈহাকৈর গ্রামের নাসির উদ্দিন এর ছেলে সাজিদের সঙ্গে আওয়ামী লীগের দোসর বেহাকৈর নয়াপাড়া এলাকার শাহআলমের ছেলে বখাটে মাফিজুলের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার রাতে সাজিদ মটর সাইকেল যোগে বন্ধুর বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় সালাম মেম্বারের খামার বাড়ির সামনে এসে পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী মাফিজুল,হাসেম, সিফাত, সবুজসহ ৫/৬ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা সাজিদকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে পানিতে ফেলে পালিয়ে যায়। 

পরে আহত অবস্থায় সাজিদকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে আহতের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় সাজিদ এর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত সাজিদ এর বাবা নাসির উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে মাফিজুল,হাসেম ও তার লোকজন আমার ছেলেকে কুপিয়ে জখম করেছে আমি এর বিচার দাবি করছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭