নারায়ণগঞ্জে কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নারায়ণগঞ্জে কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার


নিজস্ব প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মুখ মন্ডলের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে জেলা কারাগারের সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, ওই কিশোরের বয়স আনুমানিক ১৪-১৫ হবে তার পরনে ছিল একটি সাদা পাজামা। তার মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। তবে তার মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। কিশোরের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭