নিজস্ব প্রতিবেদকঃ-সিগারেটের অবশিষ্ট অংশ থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৩টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের এনসিসি ৮ নাম্বর ওয়ার্ডের ২নম্বার ঢাকেশ্বরী আর.কে স্পিনিং মিল সংলগ্ন নতুন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সোয়া ৫টার দিকে আব্দুল হাইয়ের মালিকানাধীন ডেকোরেটরের দোকান এবং আব্দুর রশিদের মালিকানাধীন ঝুটের গোডাউন ও ওয়েস্টেজ ড্রামের গুদামে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেয়। কিছুক্ষণ পর আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমজী ফায়ার স্টেশনের আনোয়ার হোসেন বলেন, " অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছি", অগ্নিকান্ডে কোন হতাহতরে ঘটনা ঘটেনি। ধারনা করছি সিগারেটের অবশিষ্ট থেকে এ অগিকান্ডের সূত্রপাত হতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন