সিদ্ধিরগঞ্জে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে আসল পুলিশকে মারধর - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

সিদ্ধিরগঞ্জে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে আসল পুলিশকে মারধর


পাভেলঃ
-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া পুলিশ সন্দেহে আসল পুলিশ সদস্যসহ দুই ব্যক্তিকে গণপিটুনির ঘটনা ঘটেছে। 


রোববার (১০ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে । পরে পুলিশসহ সেই ২জনকে থানায় সোপর্দ করা হয়।


গণপিটুনি খাওয়া ব্যাক্তিরা হলেন, দিনাজপুর জেলার হাসেমপুর থানার মৃত শরাফত আলীর ছেলে ও ঢাকা (ডিএমপি) কলাবাগান থানার কনস্টেবল মোহাম্মদ আবু নুর শফিউজ্জামান (৫৫), বরিশাল জেলার মোল্লাদি থানার নেছার উদ্দিনের ছেলে মোঃ রাজু (৪৫)।


প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানায়, মারধর করে পুলিশ দেওয়া দুই ব্যক্তিকে সানারপাড়ের কয়েকজন ছেলের সঙ্গে কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরেই ওই ছেলেগুলো আশপাশের লোকজনকে ডাকা মাত্রই মারধর শুরু করে। পরে শুনেছি তারা নাকি পুলিশের লোক পরিচয় দিছেন। এসময় লোকজন কার্ড দেখাতে বললে উনারা ডুপ্লিকেট কার্ড দেখান।


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, যে দুজন ব্যক্তিকে আনা হয়েছে তাদের মধ্যে একজন আসল পুলিশ, এবং অন্যজন তার বন্ধু। পুলিশ সদস্য এখন বদলীজনিত ছুটিতে আছেন। সানারপাড় এলাকায় এক মোবাইল ছিনতাইকারীকে ধরেছিলো তারা। এসময় পুলিশের পরিচয় দিলে ওই ছিনতাইকারী ‘ভুয়া পুলিশ’ বলে ডাক-চিৎকার দেওয়া শুরু করলে এলাকাবাসী জড়ো হলে ছিনতাইকারী এদের ফাঁসিয়ে দিয়ে নিজে পালিয়ে যায়। পরিস্থিতি এখন শান্ত আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭