ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৪০ ভরি স্বর্ণালংকার লুট - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৪০ ভরি স্বর্ণালংকার লুট


আজকের সংবাদ ডেক্সঃ
--নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে এক স্বর্ণ ব্যবসায়ীকে তল্লাশির নামে ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

গত সোমবার (২৮ অক্টোবর) রাতে লুটের পর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ওই ব্যবসায়ীকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। 

স্বর্ণ ব্যবসায়ী চন্দন রায় (৫৩) তিনি চট্রগ্রাম সদর থানার গোলাপ সিং লেন এলাকার মৃত সুকুমার রায়ের ছেলে।

ব্যবসায়ী চন্দন রায় জানান, ঢাকা তাঁতী বাজার থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার আমদানী করে গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে সায়দাবাদ থেকে চট্রগ্রাম উদ্দেশ্যে হানিফ পরিবহনের একটি বাসে উঠেন। কাঁচপুর ব্রিজ ছেড়ে চলে আসার পর ডিবি পুলিশ পরিচয়ে আমাকে বাস থেকে নামিয়ে একটি নোয়া গাড়িতে তুলে নিয়ে যায়। গাড়িতে তুলে ৪ টি নতুন গামছা দিয়ে মুখ চোখ বেঁধে মারধর করে স্বর্ণের ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে রাত  সাড়ে ৯ টার দিকে  লাঙ্গল বন্দর ব্রিজের ডালে ফেলে চলে যায় তারা। 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে  পুলিশের সহযোগিতায় বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোকলেছুর রহমান জানান,  ঘটনাস্থল ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের  কাঁচপুর এলাকায় হওয়ায় সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭