ফতুল্লায় আওয়ামী দোসর ডালিমের বিরুদ্ধে বোনের বাড়ি দখলের অভিযোগ! - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

ফতুল্লায় আওয়ামী দোসর ডালিমের বিরুদ্ধে বোনের বাড়ি দখলের অভিযোগ!


নারায়ণগঞ্জ প্রতিনিধি
: নারায়ণগঞ্জের ফতুল্লা রামারবাগ এলাকায় ভাইয়ের বিরুদ্ধে বোনের বাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহার ক্ষমতা অপব্যবহার করে দীর্ঘ পাঁচ বছর যাবৎ বাড়িটি দখল করে রেখেছে।   

এই ঘটনায় ভূক্তভোগী পিয়াশা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ভাই জাহাঙ্গীর আলম ডালিম সহ ৭জনের নাম উল্লেখ করে আরও ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।     

অভিযুক্ত জাহাঙ্গীর আলম ডালিম ছাড়াও অন্যান্যা যারা হলেন ফতুল্লা রামারবাগ এলাকার জমির আলীর ছেলে রহিম বাদশা (৪৫), আক্কুব আলী (৪০), জাহিদুল ইসলামের ছেলে শাহারিয়ার ইসলাম রুবেল (৩৮), মিলন (৩৫), রহিম বাদশার স্ত্রীর সোনিয়া জাহান (৪৩), জাহাঙ্গীর আলম ডালিমের স্ত্রী মাহাবুবা ইসলাম নারগিস (৩২)। 

অভিযোগে ভূক্তভোগী পিয়াশা বেগম উল্লেখ করে যে, পিয়াশা বেগমের পিতা সারাউদ্দিন সরদার জীবিত থাকাবস্থায় বড় ভাই শামীম ও মাকে রেখে মৃত্যুবরণ করলে ওয়াশিরসূত্রে পিয়াশা বেগম ২ শতাংশ সহ ৩য় তলাবাড়ী উক্ত বিবাদী ৪.১০ শতাংশ এবং অপর বড় শামীম ০৪.৫০ শতাংশ এবং আমার মা ০১.১০ শতাংশ সম্পত্তি মালিক হয়। পরবর্তীতে পিয়াশার মা মৃত্যুবরণ করার পূর্বে তার অংশ ০১.১০ শতাংশ সম্পত্তি পিয়াশার বড় ভাই শামীমকে হেবা করিয়া দেয়। 

অভিযোগে ভূক্তভোগী পিয়াশা বেগম আরও উল্লেখ করে যে, পিয়াশার বাবা মা মৃত্যুর পর তার বড় ভাই জাহাঙ্গীর আলম ডালিম ২ শতাংশ সম্পত্তি ক্রয় করবে বলে ৩০ লক্ষ টাকা সম্পত্তির মূল্য নিধারণ করে পিয়াশার সাথে নগদ একটি ৫ লক্ষ টাকার চেক প্রদান করে। চেক নিয়ে ব্যাংকে গেলে ব্যাংকে গেলে একাউন্টে কোন নেই বলে জানান ব্যাংক কতৃপক্ষ। বিষয়টি তার ভাইকে জানালে সে ২৫ লক্ষ টাকা না দিয়ে তার নিকট হতে সম্পত্তি সাফ কবলা দলিল করে এবং অন্যান্য বিবাদীদের সহায়তায় জোর পূর্বক ২ শতাংশ সম্পাত্তি সহ ৩য় তলা বাড়ীটি দখল নেওয়ার চেষ্টা করে আসছে। প্রতিনিয়তই উল্লেখিত বিবাদীরা তার বাড়ীর ভাড়াটিয়াদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে ১ নং বিবাদী আমার প্রাপ্ত ২ শতাংশ সম্পত্তি হতে সম্পত্তির উপরে নির্মিত তৃতীয় তলা বিল্ডিং অন্যায় ও জোরপূর্বক ভাবে একাই ভোগ করার চেষ্টা করছে অন্যান্য বিবাদীদেরকে নিয়ে। দ্বিতীয় ৩য় বিল্ডিং এর পার্টিশন ভাঙচুর করে ক্ষতি সাধন করে। 

ভূক্তভোগী পিয়াশা জানান, বিগত দিনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহার ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে অমানবিক ও মানসিক নির্যাতন করে আসছে। গত এক সপ্তাহ আগে লেবারদের নিয়ে বিল্ডিং এর ২য় তলার কাজ মেরামত করতে গেলে আমাকে ও আমার কাজের লোকজনদেরকে কর্মস্থান থেকে তাড়িয়ে দেয়। আমি আমার সম্পত্তিতে গেলে ১নং বিবাদী পূনরায় অন্যান্য বিবাদীদের কে নিয়ে আমার যে কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি করিতে পারে বলে আশংকা করছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭