সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ সাবেক পৌর ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় তাদের কাছ থেকে ২০০পিস ইয়াবা ট্যাবলেট ও ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা অপর একজন মাদক ব্যাবসায়ি পালিয়ে যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই আশিক ইমরানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক টিম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বাড়ি চিনিস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,সাবেক পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইছাপাড়া এলাকার বশির উদ্দিন ওরফে বাচ্চু মিয়ার ছেলে শ্যামল আহম্মেদ ওরফে বাবু (২৭) ও চিলার বাগ এলাকার মহিউদ্দিন ওরফে মহিনের ছেলে মহিবুল হাসান শান্ত ওরফে খতি শান্ত (২৬)।
এদিকে পলাতক আসামি হলো মোগরাপাড়া ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকার নওশাদ (৪০)।
গত বুধবার ২৪ জানুয়ারি আটককৃতদের মামলার পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ছয় পিস ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন