মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু রিয়াদ (৯) এর লাশ ২২ঘন্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহত শিশু রিয়াদ উপজেলার নোয়াগাঁও ইউপির লাধুরচর গ্রামের মোঃ হালিম মিয়ার ছেলে।
নিহত শিশু রিয়াদের পিতা হালিম মিয়া জানান, গতকাল শনিবার সকাল আনুমানিক ৯ টার দিকে বাড়ীর পাশে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়,সারাদিন নদীতে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে রোববার সকাল ৭টার দিকে ঝালোকান্দি সেতুর নিচে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়।
এবিষয়ে সোনারগাঁ থানার ওসি ( তদন্ত ) মহসিন এর কাছে জানতে চাইলে তিনি জানান,নদী থেকে শিশুর লাশ উদ্ধারের বিষয়ে তার জানা নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন