সোনারগাঁয়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী পল্টু গ্রেফতার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

সোনারগাঁয়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী পল্টু গ্রেফতার


আজকের সংবাদ ডেক্সঃ--
নারায়ণগঞ্জে সোনারগাঁ থানা পুলিশের অভিযানে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হাসান ওরফে পল্টু গ্রেফতার। 


বৃহস্পতিবার রাতে উপজেলাট জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাসান ওরফে পল্টু সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের হবি আহমেদের ছেলে।


এ ঘটনায় তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।


তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ -অঞ্চল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে আমি,উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এ এসআই) ইলিয়াস মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হাসান ওরফে পল্টুকে গ্রেফতার করি৷ 


এ ঘটনার রাতেই তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। 


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭