বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় শিক্ষক দিবস পালিত - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে জাতীয় শিক্ষক দিবস পালিত


আজকের সংবাদ ডেক্সঃ
- নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে।


বৃহস্পতিবার সকাল ৯টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের নেতৃত্ব বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রাণী সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিদৌরা বিনতে হাবিব, জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শরিফুল ইসলাম, সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.রুমন রেজা,  মাসুদা বেগম, প্রধান শিক্ষক, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,এস এম আবু তালেব উপজেলা শিক্ষা অফিসার,নারায়ণগঞ্জ সদর,জনাব মোঃ শাহজাহান অধ্যক্ষ নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা, জনাব একেএম ইব্রাহিম সভাপতি শিক্ষক সমিতি, নারায়ণগঞ্জ সদর,জনাব সুলতানা বেগম রত্না, সভাপতি স্বাধীনতা শিক্ষক পরিষদ, নারায়ণগঞ্জ, জনাব আঃ সোবাহান সাধারণ সম্পদক, শিক্ষক সমিতি নারায়ণগঞ্জ সদর,জনাব মোঃ খলিলুর রহমান সহ:শিক্ষক,  পিলকুনি সঃ প্রঃ বিঃ নারায়ণগঞ্জ সদরসহ প্রমুখ বক্তব্য রাখেন।

 

সভায় বক্তারা এই প্রথমবারের মত শিক্ষক দিবস উদযাপন করতে পারায়‌ বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


বক্তারা বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসা জাতীয়করণের জোর দাবী উত্থাপন করেন এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ইতোমধ্যে গৃহীত শিক্ষকদের ২য় উচ্চতর টাইম স্কেল,ইনক্রিমেন্ট প্রদান, নতুন প্রতিষ্ঠান এমপিওকরণ, ভৌত অবকাঠামোগত উন্নতি সাধনসহ বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।


এছাড়াও শিক্ষা অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কেক কাটা, ফলদ,বনজ ও ভেষজ তিনটি বৃক্ষের চারা রোপণ ও শিক্ষক কর্মচারীদের মাঝে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭