সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁও সরকারি কলেজের এইচএসসি ব্যাচের ছাত্রছাত্রী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে সোনারগাঁও সরকারি কলেজের আয়োজনে অত্র কলেজ মাঠে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময় এক আলোচনা সভায় অত্র কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু উপস্থিত থেকে বিদায়ী ছাত্র-ছাত্রী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন,অত্র কলেজের সহকারি অধ্যাপক গার্হস্থ্য অর্থনীতি খন্দকার দিল আফরোজা ,এনামুল গনি,সোহেল রানাসহ সকল শিক্ষক মন্ডলী প্রমূখ।
শেষে এইচএসসিব্যাচের বিদায়ী সকল পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক, কর্মচারী, সকল ছাত্র-ছাত্রী ও বিদায়ী পরীক্ষার্থীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন