ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত
আজকের সংবাদ ডেস্কঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় রফিক মিয়া (৪০)নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছ
গত সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপর্দী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে,নিহত রফিক মিয়া শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার ইন্দিলপুর গ্রামের জমিরউদ্দিনের ছেলে।
জানা যায়,গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে সোনারগাঁ উপজেলার টিপর্দী এলাকায় চট্টগ্রামগামী রডবাহী ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলেই ওই কাভার্ডভ্যান চালকের শরীরে রড ঢুকে মারা যান। এসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝখানের রোড ডিভাইডারে উঠে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় গতকাল মঙ্গলবার সকালে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন