সোনারগাঁয়ে তিতাস গ্যাসের অভিযান,গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

সোনারগাঁয়ে তিতাস গ্যাসের অভিযান,গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


সোনারগাঁয়ে তিতাস গ্যাসের অভিযান,গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে পিরোজপুরের একটি পরিত্যাক্ত চুনের কারখানা ও মেঘনার প্রতাপনগর এলাকার একটি চলমান চুনার কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


নির্বাহি ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে দুপুর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলে।


তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ- মহাব্যবস্থাপক সুরুজ আলম জানান, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে পিরোজপুর ও মেঘনার প্রতাবনগর এলাকায় দু'টি অবৈধ চুনা ফ্যাক্টরিতে উচ্চ চাপসম্পন্ন গ্যাস পাইপ থেকে বানিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয়। যারা এ ঘটনার সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যত বাধাই আসুক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রকৌশলী মেজবাহ উল হক ,প্রকৌশলী রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭