সোনারগাঁয়ে বিশ্ব মা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিশ্ব মা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রশিক্ষন করে চত্তরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা হলরুমে সহকারী কমিশনার ভুমি গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তারের সঞ্চালনায় মা দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, সহকারী প্রোগ্রামার ফাতেমাতুজ জান্নাত, একাডেমিক সুপারভাইজার কাজল পাল প্রমুখ।
সহকারী কমিশনার ভুমি গোলাম মুস্তাফা মুন্না বলেন, সারা বিশ্বের মত বাংলাদেশেও প্রতিবছর এই দিনটি মা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। যাদের মা নেই তারা এই দিবসের অনেক গুরুত্ব দিয়ে থাকেন। যাদের ঘরে মা আছে তাদের কাছে এই দিবসের গুরুত্ব কম হয়ে থাকে। মানুষকে সচেতন করার জন্য এই দিবস পালন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন