আজকের সংবাদ ডেক্সঃ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া নামের এক নারী নিহত হয়েছেন।
বুধবার(২৭ জানুয়ারী) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের এস আই আরিফ জানান নিহত রাবেয়া (৬০) মুন্সিগন্জ জেলার গজারিয়া থানার বলাইরচর গ্রামের মৃত নূর মিয়ার স্ত্রী,
তিনি বলাইরচর থেকে মোগরাপাড়া চৌরাস্তার হাবীবপুর গ্রামের ছেলের ভাড়া বাসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘাতক বাস বা চালক কাওকেই আটক করা যায়নি।
নিহতের লাশ উদ্ধার করে কার্যক্রম অব্যাহত আছে বলেও তিনি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন