সোনারগাঁয়ে শীতার্ত মানুষের মাঝে সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আজকের সংবাদ ডেক্সঃ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নারায়ণগন্জ সোনারগাঁয়ে শীতার্ত মানুষের মাঝে সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২১জানুয়ারী) বেলা ১২টায় উপজেলা মাঠে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সাবেক সাংসদ কায়সার হাসনাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগন্জ জেলা আওয়ামীলীগ সদস্য মাহফুজুর রহমান কালাম।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলার মেয়র প্রার্থী এড.ফজলে রাব্বি,নাসরিন সুলতানা ঝরা,গাজী মজিবুর রহমান।
সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দীন শাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, পৌর আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন