সোনারগাঁয়ে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

সোনারগাঁয়ে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন



সোনারগাঁয়ে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন


আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা ডিজিটাল সেন্টারের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও ব্যাংক এশিয়া লিমিটেড এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং সোনারগাঁ উপজেলা শাখার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বুধবার দুপুরে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং সোনারগাঁ উপজেলা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, ফিনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, ব্যাংক এশিয়া লিমিটেড, আব্দুল মাজেদ মন্ডল, সোনারগাঁ পৌরসভার প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি।


এ সময় উপজেলা ডিজিটাল সেন্টার ও ব্যাংক এশিয়া লিমিটেড সোনারগাঁ উপজেলা শাখার পরিচালক খায়রুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, কৃষি অফিসার মনিরা আক্তার, মহিলা বিষয়ক অফিসার নাজমা আক্তার, সমাজসেবা অফিসার সাকিবা সুলতানা, প্রাণিসম্পদ অফিসার, পরিবার পরিকল্পনা অফিসার শফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এন.এম.ইয়াছিনুল হাবিব তালুকদার, ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর শাহানারা আচল, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিছ, এভিপি এন্ড হেড অফ ব্রাঞ্চ ব্যাংক এশিয়া লিমিটেড নারায়ণগঞ্জ জেলার এস.এম.সফিউল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলার ডিস্ট্রিক ম্যানেজার, এজেন্ট ব্যাংকিং, ব্যাংক এশিয়া লিমিটেড মোঃ পারভেজ।


বক্তরা বলেন ডিজিটাল সেন্টার থেকে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ব্যবসায়ী, জনসাধারণ, সকল ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, হতদরিদ্র উন্নয়ন কর্মসূচী, ইজিপিপি, এলজিএসপি, গ্রাম পুলিশ, মেম্বার ও চেয়ারম্যানদের সম্মানী, স্কুল শিক্ষকদের সম্মানী, অন্যান্য প্রকল্পের অর্থ প্রদান করা সম্ভব এর ফলে জনগণ স্বল্প সময়ে ও সহজভাবে সেবা গ্রহণ করতে পারবে এবং একই সাথে ব্যয় সাশ্রয় হবে। যা সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে ত্বরান্বিত করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭