পানছড়ি আর ডাব্লিউ এইচ ব্রীকফিলে হামলা
খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আর ডাব্লিউ এইচ ব্রীকফিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাদলের ব্রীকফিলে হামলা ও অর্থলুটপাটের অভিযোগ উঠেছে তার বড় ভাই তাজুল ইসলাম ও পানছড়ির দমদম ও ছনটিলা এলাকার কিছু স্থানীয় লোকের বিরুদ্ধে।
সরজমিনে গিয়ে স্থানীয় দের থেকে জানা যায়, ২৭ নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় আর ডাব্লিউ এইচ ব্রীকফিলের মালিক রফিকুল ইসলাম বাদলের বড় ভাই তাজুল ইসলাম এর নেতৃত্বে পানছড়ির দমদম এলাকার মনির হোসেন,জুয়েল,ভুট্টোসহ মোট ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে ব্রীকফিল হামলা চালানো হয়।
ব্রীকফিলে বিভিন্ন মালামাল কেরিং করা সাদ্দাম হোসেন বলেনঃআমি ইউনিয়ন পরিষদের ছিলাম,আমাকে ব্রীকফিল থেকে কল দেওয়া হয়।তৎক্ষনাৎ আমি ব্রীকফিলে চলে আসি।দেখি তাজুল ইসলাম সহ পানছড়ির দমদম ও ছনটিলা এলাকার স্থানীয় কিছু লোক মনির, জুয়েল,জয়নাল,হাসান,ভুট্ট সহ ম্যানেজারকে ডাক্কা দিয়ে বাইরে নিয়ে আসে এবং বলে কোন কাজ চলবে না,সকল কাজ বন্ধ,।এক পর্যায়ে লেবার ও ম্যানেজারদের জোর প্রয়োগ করলে আমি তাদের বলে ভাই আপনারা আলোচনা মাধ্যমে মালিকের সাথে বসে সমস্যা সমাধান করেন।এইভাবে লেভারদের কাজ বন্ধ করলে তারা কোথায় যাবে।
ব্রীকফিলের মাঝি নিখিল চাকমা বলেনঃহঠাৎ করে কোন কারণ ছাড়ায় তাজুল ইসলাম সহ ৩০-৪০ জন লোকজন এস বলে ব্রীকফিল বন্ধ করে দিতে।কোন কাজ চলবে না।তারা আমাদের ম্যানেজারকে ডাক্কা দিয়ে ভেতরে ডুকে আলমারির তালা ভেঙ্গে ফেলে টাকা যা আছে সব নিয়ে যায়।
ব্রীকফিলের সাথে ব্যবসায় সম্পৃক্ত থাকা তৌহিদুল ইসলাম বলেনঃআমি আজ সকালে ব্যবসা সংক্রান্ত কাজে ব্রীকফিল যাই,গিয়ে দেখি ওখানে পানছড়ির ৩০ থেকে ৪০ জন স্থানীয় লোক সহ কথাকাটি চলছে। আমি বিষয়টা জানার জন্য তাদেরকে জিজ্ঞেস করি, কি সমস্যা ভাই,
জানতে পারি বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে বিবাদমান সমস্যা নিয়ে এই হামলা।
সেই সময় উপজেলা চেয়ারম্যান জনাব চন্দ্র দেব চাকমা খাগড়াছড়ি যাচ্ছে।গাড়ি থামিয়ে ওনি সেখানে তাদেরকে ডেকে আইনি প্রক্রিয়া বা আলোচনা মাধ্যমে বসে সমস্যা সমাধানের জন্য নির্দেশ প্রদান করেন।চেয়ারম্যান সাহেবের উপস্থিতি এবং নির্দেশনার কারণে বড় কোন সমস্যার হাত থেকে রক্ষা পেয়েছে.
আর ডাব্লিউ এইচ এর ম্যানেজার রফিকুল ইসলাম:আজ সকাল ১০টার দিকে আমার মালিকের বড় ভাই তাজুল ইসলাম সহ পানছড়ির কিছু স্থানীয় লোকজন এসে বলে ব্রীক ফিল বন্ধ করে দিতে,কোন কাজ চলবে না।এক পর্যায়ে তারা আমাকে ডাক্কা দিয়ে আলমারির তালা ভেঙ্গে ৩,৭০,৯৫০ টাকা নিয়ে যায়।এবং লেবারদের ভয়ভীতি দেখানো হয়।আমরা সাথে সাথে বিষয়টা থানায় ও মালিককে জানিয়েছি।
Post Top Ad
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
পানছড়ি আর ডাব্লিউ এইচ ব্রীকফিলে হামলা
Tags
# অপরাধ
# সারাদেশ
Share This
সতর্কীকরণ বার্তা
সারাদেশ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Bottom Ad
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭
সতর্কীকরন বার্তা
© আজকের সংবাদ । সর্বসত্ব সংরক্ষিত। আজকের সংবাদ এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।
নিউজ সম্পৃক্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন