ফ্রান্সে মহানবীকে অবমাননার প্রতিবাদে সোনারগাঁয়ে ইমাম ওলামা ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

ফ্রান্সে মহানবীকে অবমাননার প্রতিবাদে সোনারগাঁয়ে ইমাম ওলামা ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল


ফ্রান্সে মহানবীকে অবমাননার প্রতিবাদে সোনারগাঁয়ে ইমাম ওলামা ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল





নিজেস্ব প্রতিবেদকঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মাদ সাঃ কে অবমাননার প্রতিবাদে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় নয়াপুর এলাকায় কয়েক হাজার আলেম ও মুসল্লীরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।





সাদিপুর ইউনিয়ন ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতী শরীফুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা মহিউদ্দিন খাঁন।





সাদিপুর ইউনিয়ন ইমাম ওলামা ঐক্য  পরিষদের সাধারণ সম্পাদক  মুফতী মুজ্জামিল হক, মাওলানা আমানউল্লাহ রায়পুরী ও মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাওলানা শেখ সাদী, শাইখুল হাদীস আল্লামা সাকিবুল ইসলাম কাসেমী, সংগঠনের সহ সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা দাউদুর রহমান, মাওলানা ক্বারী ইব্রাহীম, মুফতী নুরুল ইসলাম, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা হাবীবুল্লাহ, মাওলানা আবুল কালাম, মাওলানা দিলওয়ার হুসাইন, মাওলানা আবদুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা উসমান গনী, মুফতী সোহাইল প্রমূখ।





এসময় বিক্ষোভকারীরা 'রাসূলের অপমান সইবে না রে মুসলমান- এ স্লোগান দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা জ্বালিয়ে দেয়। এছাড়া তারা বাংলাদেশ থেকে অবিলম্বে ফ্রান্সের দূতাবাস উচ্ছেদ করতে সরকারের নিকট দাবি জানান এবং দেশবাসীকে ফ্রান্সের পন্য বয়কট করার আহ্বান জানান। এদিকে ঢাকার শাহবাগে ইসলাম বিরোধীরা সক্রিয় হলে আবারো শাপলা চত্বর কায়েম করার হুশিয়ারী দেন তারা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭