সোনারগাঁ উপজেলার নতুন সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব বুজেনেন আল মামুন।
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার নতুন সহকারী কমিশনার (ভুমি)হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন আল মামুন।
গতকাল বুধবার সকালে উপজেলা এসিল্যান্ড অফিসে এসে তার দায়িত্ব বুঝে নেন। তিনি এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে কর্মরত ছিলেন।
উল্লেখ্য এর আগে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসাইনকে বদলি করা হয়। গত ২৩ ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুন্নবী স্বাক্ষরিত একটি চিঠিতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসাইনকে ঢাকার ডেমরা সার্কেলে বদলি করা হয়। একই আদেশে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত আল মামুনকে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন