সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে মহিলাসহ আটক ৪
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় দুইজন মহিলাসহ ৪ জনের কাছ থেকে মোট ৩০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
সোনারগাঁ থানার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে উপজেলা পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের আঃ বাতেনের ছেলে নাজিম উদ্দিন ওরফে নাদিম ১০০ পিছ ও ছয়হিষ্যা গ্রামের মোঃ শহিদুল্লাহর ছেলে মোঃ তাজুল ইসলামকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
অপরদিকে বারদী ইউনিয়নের বাগেরপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী মোসাঃ শাহিদা আক্তারকে ১০০ পিস ও বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকা হতে ছবিরের স্ত্রী রুফিয়া বেগমকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
সর্বশেষ তথ্য মতে, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতের প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন