আজ থেকে শুরু হল জেএসসি ও জেডিসি সমাপনী পরীক্ষা
আজকের সংবাদ ডেস্কঃ আজ থেকে শুরু হল অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা। সারা বাংলাদেশে মোট পরীর্ক্ষাথী সংখ্যা হল প্রায় ২৩ লক্ষ ২৫ হাজার ৯৩৩ জন। এই পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৫৯৩ জন বেশী। এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট(জে এস সি)ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জে ডি সি)পরীক্ষা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
সারা বংলাদেশের ন্যায় এবার নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলায় ৯টি কেন্দ্রে জে এস সি ও জে ডি সি পর্রীক্ষা অনুষ্ঠিত হয়।এর মধ্যে ৬টি কেন্দ্র ২ ভেন্যুতে জে এস সির ৭৩২১ জন অংশ নেয় ও ৩ টি কেন্দ্রে জেডিসি ৫৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান যে,আমাদের সোনারগাঁ উপজেলার মোট পরীর্ক্ষাথী সংখ্যা হল-৭৩২১ জন। এর মধ্যে স্কুল র্পযায় ছাত্র ছাত্রী মধ্যে মোট অনুপস্থিত ১২৩ জন এবং জেডিসি ৫৯৪ জন শিক্ষার্থীর মধ্যে ৫১ জন অনুপস্থিত ছিল।
তিনি আরো জানান যে, পরীক্ষা কেন্দ্র গুলোতে কোথাও কোন অনিয়ম দেখা যায় নাই খুব সুন্দর ও সুষ্ঠুভাবে পরিক্ষা সম্পন্ন হয়।
এছাড়াও একই সময়ে ভোকেশনাল নবম শ্রেণির সমাপনি পরিক্ষা ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন