সোনারগাঁয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে জেলেদের ভ্রাম্যমাণ আদালতের জেল ও জরিমানা।
আজকের সংবাদ ডেস্কঃ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে সোনারগাঁয়ে ৯ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা ও ৬জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
রোববার(১৩অক্টোবর)সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার এ আদেশ দেন।
সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা মাহমুদা আকতার জানান, প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় নৌ পুলিশ নিয়ে মৎস্যবিভাগের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযানে নেমে এ সময় মেঘনা নদীতে নিষিদ্ধ কারন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে জাল ও মাছ সহ ৯ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এদের মধ্যে মোঃ রুবেল, মোঃ আক্তার হোসেন ও মোকিব হোসেন প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা ও উকুল চন্দ্র দাস, মোঃ শরিফুল ইসলাম, মোঃ ফারুক, মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ সাকিব ও মোঃ রাব্বি মিয়া নামের ৬ জেলেকে ১৫ দিন করে সাজা প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।
এসময় জব্দকৃত মাছগুলো স্থানীয় মাদ্রাসায় দান ও মাছ ধরা জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন