নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে জেলেদের ভ্রাম্যমাণ আদালতের জেল ও জরিমানা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে জেলেদের ভ্রাম্যমাণ আদালতের জেল ও জরিমানা


সোনারগাঁয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে জেলেদের ভ্রাম্যমাণ আদালতের জেল ও জরিমানা।





আজকের সংবাদ ডেস্কঃ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে সোনারগাঁয়ে ৯ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা ও ৬জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।





রোববার(১৩অক্টোবর)সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার এ আদেশ দেন।





সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা মাহমুদা আকতার জানান, প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় নৌ পুলিশ নিয়ে মৎস্যবিভাগের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযানে নেমে এ সময় মেঘনা নদীতে নিষিদ্ধ কারন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে জাল ও মাছ সহ ৯ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এদের মধ্যে মোঃ রুবেল, মোঃ আক্তার হোসেন ও মোকিব হোসেন প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা ও উকুল চন্দ্র দাস, মোঃ শরিফুল ইসলাম, মোঃ ফারুক, মোঃ ফয়সাল আহম্মেদ, মোঃ সাকিব ও মোঃ রাব্বি মিয়া নামের ৬ জেলেকে ১৫ দিন করে সাজা প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।
এসময় জব্দকৃত মাছগুলো স্থানীয় মাদ্রাসায় দান ও মাছ ধরা জালগুলো পুড়িয়ে ফেলা হয়।





৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭