ঘিওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদক ব্যবসায়ির ১ বছর করে কারাদন্ড - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

ঘিওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদক ব্যবসায়ির ১ বছর করে কারাদন্ড


ঘিওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদক ব্যবসায়ির ১ বছর করে কারাদন্ড।





আজকের সংবাদ ডেস্কঃমানিকগঞ্জের ঘিওর উপজেলা হতে মাদকদ্রব্য নিজ দখলে রাখা ও সেবনের অপরাধে দুই মাদক ব্যবসায়ি ও সেবীকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত ১০টায় ঘিওর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দন্ডাদেশ দেয়া হয়।





আদালত সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসেবী মোঃ সিরাজুল ইসলাম(৩৫) ও মোঃ রেজাউল করিম(৪১)কে মাদকদ্রব্যসহ সেবনরত অবস্থায় দেখতে পান ভ্রাম্মমান আদালত। তাৎক্ষণিকভাবে দুই জনকে ঘটনাস্থল হতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী সিরাজুল ইসলাম ও রেজাউল করিম প্রত্যেককে ১বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মাদক ব্যবসায়ি ও মাদকসেবি মোঃ সিরাজুল ইসলাম ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামের মোঃ রাজ্জাক দেওয়ানের ছেলে ও মাদকসেবি মোঃ রেজাউল করিম একই উপজেলা ও ইউনিয়নের পেচারকান্দা গ্রামের মৃত হাজী মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে। তাদের বিরুদ্ধে মাদকের একাধিক  মামলা রয়েছে।





উক্ত অভিযানে সহযোগিতা করেন ঘিওর থানার এস আই দেলোয়ার,এস আই সোলাইমান ও খালেদ সহ পুলিশ বিভাগের আরো কয়েকজন সদস্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭