সোনারগাঁয়ে এক মানসিক রোগীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে এক মানসিক রোগী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল শুক্রবার(২৬ জুলাই)রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নে খাদিজা নামের এক মানসিক রোগী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সোনারগাঁ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।পরে পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়া নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক আশিক ইমরান জানান,খাদিজা দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত ছিল,তার পরিবার তাকে কোথাও বিয়ে দিতে পারছিলেন না। এছাড়াও সে অনেক দিন যাবৎ কিডনী রোগে ভুগছিলেন।গতকাল পরিবারে সবাই রাতের খাবার খেয়ে যে যার ঘরে চলে গেলে রাতে ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেচিয়ে ফাঁস দিয়ে খাদিজা আত্মহত্যা করে।
এ খবর পেয়ে পুলিশ খাদিজার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত খাদিজা উপজেলার পূর্ব সনমান্দি গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন