মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্যর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১৯ জুন, ২০১৯

মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্যর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ


মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্যর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন।





আজকের সংবাদ ডেক্সঃ পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় একটি প্রভাবশালী  সন্ত্রাসী মহল একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ঘটনার দুদিন আগে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিলো, জিডিতে উল্লেখ ছিলো, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার আলতাফ হোসেনের সাথে একই গ্রামের আঃ বারেকের ছেলে সন্ত্রাসী হেলাল মিয়া ও তার ছেলে সোহাগ মিয়া সোনারগাঁ থানার পাশে অবস্থিত একটি মুলি বাঁশের দোকান থেকে বাঁশ চুরিকে কেন্দ্র করে ঝগড়া বাঁধে।একপর্যায়ে উভয়ের মাঝে তর্ক বিতর্ক হয়।এসময় সন্ত্রাসী সোহাগ মিয়া বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনকে বিভিন্ন মিথ্যে মামলা দিয়ে হয়রানী ও প্রাণনাশের হুমকী প্রদান।  ঘটনার একদিন পরই শনিবার দুপুরে স্থানীয় গ্রামের নুরুউদ্দিন ও সোহরাব বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনকে জানায় যে, তার পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।এসময় তিনি দ্রুত পুকুরে গিয়ে দেখেন তার পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে।ঘটনাটি তিনি স্থানীয় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকেও জানান এবং থানায় গিয়ে পুর্ব শত্রুতার কারণে উপরোল্লেখিত সন্ত্রাসীরা তার পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেললে ৫০,০০০/- টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
এলাকাবাসী আরোও জানান,এ ঘটনায় জড়িত সোহাগ সোনারগাঁও থানা পুলিশের বিভিন্ন কাজ করে দেয় বলে তার সাথে পুলিশের সখ্যতা থাকার কারণে এলাকার সাধারণ মানুষকে সে পুলিশের ভয় দেখিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।এমনকি তার বিরুদ্ধে কেউ কোন কথা বললে তাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো সহ প্রাণনাসের হুমকি দিয়ে থাকে।    
এব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় সাধারণ ডায়েরী হয়েছে, তদন্ত করে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭